Main Menu

নাসিরনগর সরকারী বালিকা বিদ্যালয়ের বেহাল দশা :: দেখার কেউ নেই!

+100%-

image_24784মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া)ঃÑ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা সদরে অবস্থিত মেয়েদের লেখাপড়ার জন্য একমাত্র বিদ্যাপীট সরকারী বালিকা বিদ্যালয়টিতে বিরাজ করছে চরম বেহাল দশা, দেখার কেউ নেই।১৯৭০ সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৮৭ সালে সরকারীকরণ করা হলে বিদ্যালয়টিতে বহুতল বিশিষ্ট ভবন সহ রয়েছে বেশ কয়েকটি ভবন। শিক্ষক শিক্ষিকারা ভোগ করছেন সরকারী যাবতীয় সুযোগ সুবিধা।তারপর ও ভাল নেই শিক্ষার মান। দিন দিন দিন হ্রাস পাচ্ছে শিক্ষার্থীর সংখ্যাও। ২০১৫ সালের জে এস সি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে মোট ৩৪ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে মাত্র ১৪ জন উর্ত্তীন হয়। যার গড় পাসের হার দাড়ায় ৩২%। যাহা নাসিরনগরের জন্য কলংকজনক বলে মনে করছে এলাকার বিজ্ঞ মহল ও সুশীল সমাজ সহ এলাকার শিক্ষানুরাগীরা।
জানা গেছে অত্র বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩০০ জন ছাত্রী পড়াশোনা করছে। এ বছর অত্র বিদ্যালয়টিতে ৬ষ্ট শ্রেনিতে মাত্র ৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে প্রধান শিক্ষিকা মোছাঃ কামরুন্নাহার জানান। তিনি ১২ জুলাই ২০১৪ সালে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে অত্র বিদ্যালয়টিতে প্রদান শিক্ষিকা সহ ৬ জন শিক্ষক ও সেকায়েফ থেকে ২ জন শিক্ষক সহ মোট ৮ জন শিক্ষক/ শিক্ষিকা কর্মরত রয়েছে। কি কারনে বিদ্যালযটিতে এমন বেহাল দশা বিরাজ করছে জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন,এখানে দীর্ঘদিন শিক্ষক সংকট ও পাশে অন্য আরেকটি বিদ্যালয় থাকা এবং উক্ত বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রী ভর্তির নিয়ম না মানার কারনে ছাত্রীরা এখানে আসতে চাচ্ছে না ।






Shares