Main Menu

নাসিরনগরে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি অনুষ্ঠান

+100%-

halimবাংলাদেশে শিক্ষাঙ্গনে ছাত্ররা কলম খাতার পরিবর্তে অস্ত্রবাজী,বোমাবাজী,খুন,হত্যা, নাশকতা ও সাধারন মানুষের জীবনাবসানের মত বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হইয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশকে বিঘœ ঘঠাচ্ছে। দেশের শিক্ষাঙ্গনে সুশিক্ষার পরিবেশ তৈরীর জন্য দেশের সকল সচেতন নাগরিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেনীর পেশাজিীবিসহ সরকারের আরও আন্তরিক হওয়া উচিত। তাহলেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশের আদলে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক করা সম্ভব, নাছির নগর উপজেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদে বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব, আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল এ কথা বলেন।

বিগত ০৯-০৭-২০১৬ ইং তারিখে নাছির নগর উপজেলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সভাপতি ছাত্র নেতা নূরে আলম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছির নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন মুকুল, বিশেষ অতিথি ছিলেন নাছির নগর উপজেলার ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত আল্লামা শরীফুল আজীজ, সহ-সভাপতি পীরে তরিকত মাওঃ গোলাম মোহাম্মদ খান, সহ-সভাপতি অধ্যাপক এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল বাছির, সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, আক্তার হোসেন ভূইয়া, যুব সেনা উপজেলার সাধারণ সম্পাদক মাসউদ হোসেন ভূইয়া, সাংবাদিক মুজিবুর রহমান, ছাত্র সেনার জেলা সাবেক সভাপতি ছাত্র নেতা সৈয়দ আবুল বাসার, মাস্টার মোয়াজ্জেম হোসেন, হূমায়ূন সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১০জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্র সেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক।প্রেস বিজ্ঞপ্তি






Shares