Main Menu

নাসিরনগরে মহরমের ভিডিও করাকে কেন্দ্র করে দু’গ্রামের লোকজনের সংর্ঘষে আহত অন্তত ২০ জন

+100%-

1427604084মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া):: শনিবার সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কামার গাঁ কবর স্থানে মহরমের তাবোদ পৌছানোর দৃশ্য ভিডিতে ধারণ করাকে কেন্দ্র করে নাসিরনগর ও নাসিরপুর দু’দল গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মাঝে মুমূর্ষ অবস্থায় নাসিরনগর গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে জান মিয়া(৪৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অপর দিকে নাসিরপুর গ্রামের লালন মিয়া(২৫) কে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত রায়হান, সেনু, বাইজিদ, আজিজ, জুয়েল সাত্তার, খুরশেদ ও সায়েদ মিয়াকে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ নিয়ে দুই’গ্রামের লোকজনের মাঝে চাপাক্ষোভ, থমথমে ভাব ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, পবিত্র আশুরা পালন শেষে শনিবার সন্ধ্যায় নাসিরপুর গ্রামের লোকজন তাবোদ পৌছাতে কামার গাঁও কবর স্থানে যায়। ওই সময় নাসিরনগর গ্রামের মুন্টু মিয়ার ছেলে বাইজিদ মিয়া গাছে উঠে তাবোদ পৌছানোর দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে নাসিরপুরের লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে বাইজিদ কে শার্টের কলারে ধরে গাছ থেকে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে ফেলে। এই নিয়ে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষকারীরা তাদের হাতে থাকা ধারালো রামদা ও দেশিয় অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করে। সংঘর্ষে প্রায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে মোবাইল ফোনে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদেরের সাথে জানতে চাইলে তিনি বলেন ইহা তাদের গোষ্ঠীগত ও পূর্ব শত্রুতার কারণে ঘটেছে। এ বিষয়ে তিনি উভয় পক্ষকে থানায় ডেকেছেন বলে জানান। তিনি আরো বলেন এ ঘটনায় কোন পক্ষ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।






Shares