নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:: উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি- স্লোগানে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ব হাস ধোয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে আল ইয়াদ হোসাইন, নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ রায়, আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুপক আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মিজান, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা মাতব্বর রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রভাব থেকে রক্ষা পেতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে নিজে পরিচ্ছন্ন থাকা জরুরী। আরো বলেন, উম্মুক্ত স্থানে মল ত্যাগ করা আজ দেশে উল্লেখযোগ্য হারে কমেছে। বর্তমান সরকারের টেকসই উন্নয়নের ফলে আজ সেটা সম্ভব হয়েছে।