নাসিরনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু গুরুতর আহত:: ২
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধিঃ-সোমবার সকাল প্রায় এগারো ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে বজ্রপাতে দুই জনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে ও বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর ও চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুড়িশ^র গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃমানিক মিয়া(২৮) ও চাঁন বাদশা মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া(২৫)মাঠে কাজ করতে গেলে হঠাৎ তাদের কাছে বজ্রপাত এসে আঘাত করে ।এতে তারা দুইজনই মারাত্বক আহত হয় ।তাদের নাসিরনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে ।
অপরদিকে একই দিনে ও একই সময়ে ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের মোঃ সাহেদ মিয়ার ছেলে মোঃ নুরউদ্দিন মিয়া(২৮)মাঠে কাজ করার সময় বজ্রপাতে আঘাত করলে বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে কবিরাজী চিকিৎসা শুরু করে বলে জানায় পল্লী চিকিৎসক মোঃ খোকন মিয়া মহিলা মেম্ভার মোছাঃ গোলবাহার বেগম সহ আরো অনেকেই॥
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির লোকজন আহতের কানের ভেতরে মোরগের পাক দিয়ে সচেতন করার চেষ্টা করে, এমন কি কোমড়ের বেল্ট ও চামড়ার জুতা দিয়ে পেটাতে থাকে। তাছাড়াও আহতের কানের কাছে ডোল, ডক্কি,তবলা ও করতাল সহ নানা জাতের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে ।পরে বেলা প্রায় দুই ঘটিকার সময় তাকে নাসির নগর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।