Main Menu

নাসিরনগরে পুকুর খননের সরকারী অর্থ আত্মসাৎ ও খাসজমি জমি দখল

+100%-

ovijog

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়া!:: ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দ্রবহ গুচ্ছগ্রামের মোঃ আব্দুর মোতালিবের ছেলে কুন্ডা ইউপি সদস্য মোঃ আব্দুল রশিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গুচ্ছগ্রামের দিঘি খননের মৎস্য অধিদপ্তরের বরাদ্দকৃত ১৪ লক্ষ টাকা ও তুল্লাপাড়া হতে মছলন্দপুর রাস্তার হিলিপ প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ বিজিডি, বিজিএফ, বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও ৪০দিনের কর্মসূচীর অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি, জোর পূর্বক সরকারি খাস জমি দখল, স্বাক্ষর জাল করে নাসিরনগর সোনালী ব্যাংক থেকে দিধি খননের অর্থ লুটপাট সংখ্যালঘুদের উপর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

খবর নিয়ে জানা যায় পুকুর খনর কমিটিরি ৯ জন সদস্য মিলে ৩১ জুলাই মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ সায়েদুল হক বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর নিদের্শে উপজেলা নির্বাহী কর্মকতা বিষয়টি তদন্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তদন্ত প্রতিবেদনে বিষয়টি প্রমানিত হয়েছে বলে সাংবাদিকদের জানান।






Shares