নাসিরনগরে দূর্গা পূজা উপলক্ষে চৌকিদারদের প্রশিক্ষণ
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দূর্গা পূজা উপলক্ষে চৌকিদারদের প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় প্রধান অথিতি হিসেবে নাসিরনগর উপজেলা থানা অফিসার্স ইনচার্জ মো: আবু জাফর উপস্থিত ছিলেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না হয় সে দিক বিবেচনা করে অন্যান্য অফিসারদের নিয়ে এবং নাসিরনগর থানার ১৩ টি ইউনিয়নের চৌকিদারদের থানা প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সহ পুজার দায়িত্ব বন্টন, সার্বিক আইনশৃংখার বিষয়ে বক্তব্যপ্রদান করেন । দুর্গাপূজার সময় চৌকিদারদের কাজ তদারকি করার জন্য আলাদা আলাদা অফিসার নিয়োগ করা হয়।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু জাফর বলেন, দুর্গাপূজা উপলক্ষে নাসিরনগরে ৬ স্থরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোন প্রকার আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে প্রচলিত আইনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।এছাড়া পূজার সময় কোনো মন্দির কিংবা মন্ডপ এলাকায় যেন অবৈধ মেলা কিংবা জুয়ার আসর বসতে না পারে সেদিকে কঠোর থাকবে নাসিরনগর পুলিশ প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লীয়াকত আলী বলেন, নাসিরনগরের শত বছরের ঐতিহ্য হিন্দু মুসলমানের সম্প্রতি বজায় রাখতে আমার প্রশাসন সব কিছু করবে।
« নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ এড: শাহ্ জিকরুল আহাম্মেদ খোকনের মতবিনিময় (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ২ মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে বাধা বাংলাদেশিদের জন্য নয় »