Main Menu

গরিবের চাল কালোবাজারীদের হাতে!!!

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা::: জেলার নাসিরনগরে গরিবের ফেয়ার প্রাইস  চাল এখন কালোবাজারীদের হাতে। পূর্বভাগ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত (ফেয়ার প্রাইস) চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে কালোবাজারে পাচার করার সময় ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

১৫ এপ্রিল রাতের আধারে খালেদ মার্কেটের একটি দোকানে ১০ বস্তা ফেয়ার প্রাইসের চাউল রেখে যায়।পরের দিন সকালে উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল উদ্ধার করেন। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত ফেয়ার প্রাইসের উদ্ধারকৃত চাল বিভিন্ন কার্ডধারী গরিব অসহায় মানুষদের মাঝে   বিতরণ করেন।

ডিলার মো: মাহবুবুর রহমান বলেন, আমার গোডাউনে চাউলের জায়গা না হওয়ায় পার্শ্ববর্তী দোকানে চাউল রেখেছি। আমি চাউলের কোন প্রকার অনিয়মের সাথে জড়িত না।

এ ব্যাপারে নাসিরনগরের সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলা করার জন্য সংশ্লিষ্ট থানাকে বলব। তবে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবেনা।






Shares