কিছু সংখ্যক দুস্কৃতিকারী বিনষ্ট করতে চায় এ সম্প্রীতিকে:: নাসিরনগরে লোকজ গানের আসরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির প্রাঙ্গনে এক লোকজ গানের আসর অনুষ্ঠিত হয়। গৌর মন্দির কমিটির সহ-সভাপতি শ্রীবাস দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, যা পৃথিবীর কোনো দেশে নেয়। কিছু সংখ্যক দুস্কৃতিকারী এ সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক বন্ধন অটুট রেখে দেশ ও জাতির কল্যাণে সকলকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের বাউল দল সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে এলাকার হিন্দু, মুসলিমসহ সর্বস্তরের নাগরিকরা অংশ নেয়।