একাদশ শ্রেণিতে ভর্তি ফি কমাল নাসিরনগর ডিগ্রি কলেজ
এস.এম.বদিউল আশরাফ,নাসিরনগর,সংবাদদাতাঃনাসিরনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের পর এবার সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে এই মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদটি প্রচারিত হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় উঠায় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় নাসিরনগর কলেজ কর্তৃপক্ষ।
সংবাদ প্রকাশের পূর্বে ২ হাজার ৩শ’ টাকা নিলেও বর্তমানে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাবদ ১৬০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ে প্রায় ৬০০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছিল। প্রত্যেক শিক্ষার্থীকে ফি আদায়ের রশিদে কোন খাত উল্লেখ না করে শুধুমাত্র ভর্তি বাবদ ২ হাজার ৩শ’ টাকা লিখে রশিদ দেয়া হয়েছিল। এ ক্ষেত্রে সরকারের শিক্ষামন্ত্রণালয় বা বোর্ডের নীতিমালা লংগনের ও অভিযোগ উঠে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ এ প্রতিনিধিকে জানান বর্তমানে ১৬০০ (এক হাজার ছয়শত টাকা) করে নেয়া হচ্ছে। তার মধ্যে সেশন চার্জ সহ ভর্তি ফি ১০০০ টাকা এবং কলেজ উন্নয়ন ফি ৬০০ টাকা।