ইউপি নির্বাচন :: ধানের শীষের দিন শেষ আর বিদ্রোহীদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে:: আল মামুন সরকার
নাসিরনগরে হরিপুর ও গুনিয়াউকে বিশাল জনসমাবেশ
ডেস্ক ২৪:: নাসিরনগর উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক দুইটি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, বিএনপি গণতন্ত্রের পথ ছেড়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনসম্মুখীন শূন্য সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিগণিত হয়েছেন। তাই ধানের শীষের দিন শেষ। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে যারা দলের সাথে বেইমানী করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এদেরকে এবং যারা সমর্থন করবে তাদের সকলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তিনি বলেন, দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। মানুষ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ইনশাল্লাহ্ আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হবে।
বিশাল জনসমাবেশে নৌকার শ্লোগানে মুখরিত এ সময় জনসভায় জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ভূইয়া, মুজিবুর রহমান বাবুল, এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ছাদেকুর রহমান শরীফ, সিরাজুল ইসলাম ফেরদৌস, এডঃ এমদাদুুল হক চৌধুরী, এডঃ লোকমান হোসেন, সাইদুজ্জামান আরিফ, যুবনেতা রাফি, রুবেল হোসেন প্রমুখ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সভায় প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আতিকুর রহমান আখি ও গোলাম ছামদানী পিয়ারু কে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে নৌকা প্রতীক তুলে দেন।