Main Menu

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর- সাংসদ বিএম ফরহাদ হোসেন

+100%-

এমডি. মুরাদ,নাসিরগনর থেকে:: নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবাগত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরগনর) বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষকই পারেন একজন মানুষকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে।
গতকাল রোববার দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সাংসদ আরও বলেন, শিক্ষকরা যে শিক্ষাই দিবেন শিক্ষার্থীও সেই শিক্ষা গ্রহন করবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। অবকাঠামোসহ সকল ধরনের উন্নয়ন করেছে এবং করছে।
বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, রফিকুল ইসলাম, কাজী খালেদা আক্তার, শিক্ষক প্রতিনিধি অমৃত লাল সরকার, নুরুল আলম, দিল রওশন পান্নাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।