Main Menu

লাঠিতে ভর করে পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী এস.এস.সি পরীক্ষার্থী আনিছ

+100%-

SAM_4377নিজস্ব প্রতিবেদক:: দ্রারিদ্রতা ও শারীরীক প্রতিবন্ধকতা থামাতে পারেনি কিশোর আমিনসকে। যে বয়সে অন্যান্য বন্ধু বান্ধবের মত আনন্দে উদ্বেলিত হয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার কথা সে বয়সে হাতে একটি লাঠি নিয়ে কুজু হয়ে তাকে যেতে হয় পরীক্ষার কেন্দ্রে। শারীরীক প্রতিবন্ধী আনিস মিয়াকে দমাতে পারেনি কোন প্রতিকূল পরিবেশ। গতকাল বুধবার বেলা ১১ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালীওল্লাহ স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। খোজ নিয়ে জানা গেছে পরীক্ষার্থী আনিছের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে। বর্তমানে তারা ডিঘর গ্রামে স্থায়ী ভাবে বসবাস করছে। জানা যায় আনিছ মিয়ার পিতা সৌদি প্রবাসী মো: আক্তার হোসেন ও মা জরিনা বেগম। তিন ভাই বোনের মধ্যে আনিছ সবার বড়। মেজ বোন হিমু আক্তার গোকর্ণ সৈয়দ ওয়ালীওল্লাহ স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়ছে। ছোট বোন লাকী আক্তার ডিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী।






Shares