Main Menu

মানবতাই প্রকৃত ধর্ম: নাসিরনগরে জঙ্গী ও মাদক বিরোধী সুধী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে। মানবতাই পুলিশের প্রকৃত ধর্ম। পুলিশ যখন দায়িত্ব পালন করে তখন তাদের কাছে সবাই সমান। কে কোন ধর্মের সেটা মনে করে আমাদের পুলিশ বাহিনী বিচার করেনা। নাসিরনগরে জঙ্গী ও মাদক বিরোধী সুধী সমাবেশে এ বক্তব্য রাখেন-মোঃ আনোয়ার হোসেন খান,ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার।

উপজেলার নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার ১২ জুলাই দুপুরে উপজেলা থানা পুলিশ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সরাইল সদর সর্কেল মনিরুজ্জামান ফকির,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যন হামিদা লতিফ পান্না,উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রদীপ রায়,কমিউনিটি পুলিশের সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, গৌর মন্দির কমিটির সেক্রেটারী নির্মল চৌধুরী প্রমুখ।
এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত রঞ্জন কুমার।