Main Menu

নাসিরনগর নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহীনির তিন হাজার সদস্য মোতায়েন

+100%-

নাসিরনগরের ১৩টি ইউপির নির্বাচন নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা নিয়েছে প্রশাসন। এতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ ৩১৬৩ জন আইনশৃঙ্খলা বাহীনির সদস্য দ্বায়িত্ব পালন করবেন।
নিবার্চন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ভোট কেন্দ্রসহ নাসিরনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ০৩ স্তরের নিরাপত্তা পরিকল্পনা
নেয়া হয়েছে। ১২৫টি ভোট কেন্দ্রে ডিউটি, ১৩টি মোবাইল টিম, ১৩টি স্ট্রাইকিং টিম, ০২টি স্ট্যান্ডবাই টিমসহ অন্যান্য ডিউটিতে সর্বমোট ৮১৬ জন পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।

এছাড়াও নিবার্চন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ০৫ জন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ৩০ জন র‌্যাব অফিসার ও ফোর্স, ১০০ জন বিজিবি সদস্য, ৪০ জন ব্যাটালিয়ন আনসার এবং ২১২৫ জন অঙ্গীভূত আনসার নিবার্চন ডিউটিতে নিয়োজিত করা হয়েছে।

এদিকে বুধবার নাসিরনগর থানা কম্পাউন্ডে নিবার্চনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। নির্বাচনী ব্রিফিং প্যারেডে অংশ প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান তাঁর বক্তব্যে নিবার্চন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিবার্চনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের আহবান জানান। নিবার্চনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সাথে পেশাদার আচরণের নির্দেশ দেন। কেউ যেন অপেশাদার আচরণ করে পুলিশের ভাবমূর্তি নষ্ট না করে সে দিকে খেয়াল রাখতে বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন),ব্রাহ্মণবড়িয়া, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর
সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আবু মাহ্রূফ মোঃ শাহ্নূর, পিপিএম—সেবা,সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল,ব্রাহ্মণবাড়িয়া, নাহিদ হাসান, কসবা সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ হাবিবুল্লাহ সরকার, অফিসার ইনচার্জ, নাসিরনগর
থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার্ ও কর্মচারীবৃন্দ।






Shares