Main Menu

নাসিরনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার প্রায় দেড় বছর পর এই প্রথম ব্যাপক পরিসরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ফান্দাউক পাগল শংকর জিউর মন্দির অঙ্গন থেকে রথযাত্রা শুরু হয়। এসময় সহস্রাধিক নারী-পুরুষ ভক্ত রথের রশি টেনে নেন।

রথযাত্রাটি স্থানীয় বলভদ্র নদী পেরিয়ে ওপারের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গোপাল জিউ মন্দির আঙিনায় গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রথযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ অাসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ উপলক্ষ্যে অনু্ষ্ঠিত অালোচনা সভায় সভাপতিত্ব করেন পাগল শংকর জিউর মন্দির কমিটির সভাপতি অসীম কুমার পাল।

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মামুন, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম মোল্লা, স্থানীয় গোপীনাথ জিউ মন্দিরের অধ্যক্ষ গৌরচরণ দাসাধিকারি।

আগামী ২২ জুলাই রোববার উল্টো রথযাত্রার মাধ্যমে এ রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ ছাড়া ওই এলাকার গোপীনাথ জিউর মন্দির থেকে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।