Main Menu

নাসিরনগরে ইয়াবা সহ ৩ ব্যবসায়ী আটক

+100%-

এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর,সংবাদদাতা:জেলার নাসিরনগরে ইয়াবা ট্যাবলেট সহ ০৩ ব্যবসায়ী গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। গতককাল ০৯/০৪/২০১৭ইং তারিখ ধরমন্ডল অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক আহম্মেদ পাটওয়ারীর নেতৃত্বে  তিন ইয়াবা ব্যবসায়ীকে ৫২ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হল
অরুপ চৌ্ধুরী(২৪),পিতা-মনিরুজ্জামান চৌধুরী তার বাড়ি নাসিরনগর উপজেলার -ধরমন্ডল ইউনিয়ন। খসরু আহমেম্দ(৩৫),পিতা-মৃত আব্দুল হাসিম মাষ্টার ও মোঃ শহিদ মিয়া(৩০),পিতা-মোঃ সবুর হোসেন তাদের বাড়ি মাধবপুর থানার বাঘাসুরা গ্রামে বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে   ধরমন্ডল অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক আহম্মেদ পাটওয়ারী জানতে পারেন আসামীগণ মটরসাইকেল যোগে ধরমন্ডল সহ আশপাশ এলাকায়  ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যপারে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর  ৯(খ) মামলা করা হয়েছে।