সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে এড. জিয়াউল হক মৃধা এমপি’র শোক
বর্ষীয়ান জননেতা, প্রবীণ সাংসদ, এ দেশের বাম রাজনীতির পুরোধা, তুখাড় বাগ্মী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এড. জিয়াউল হক মৃধা।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সুরঞ্জিত সেন গুপ্ত আমাকে ছোট ভাইয়ের মত স্নেহ করতেন। আমার সঙ্গে ছিল তাঁর দীর্ঘদিনের গভীর সম্পর্ক। তাঁর মৃত্যুতে আমি আমার একান্ত প্রিয়জনকে হারিয়েছি। আমি বিশ্বাস করি, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা বিরাজ করবে। বিবৃতিতে তিনি সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার পরকালীন শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দিগন্তে মানবতার অন্বেষণে
(শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত শ্রদ্ধাভাজনেষু)
॥ এড. জিয়াউল হক মৃধা ॥
পদ্মা, মেঘনা, সুরমা থেকে টেমস
বঙ্গোপসাগর থেকে আটলান্টিক
যোজন যোজন পথ
সাগর, মরুভূমি, পর্বত
পিছে ফেলে সাত সাগর তেরো নদী
পেরিয়ে এলাম তেপান্তরের মাঠে
রাজকন্যার খোঁজে নয়
মণি-মুক্তার তালাশে নয়
মানুষের অধিকার প্রতিষ্ঠার এক চাণক্য অভিলাষে
শ্রীভূমি শ্রীহট্টের শাহ্জালাল, শাহ্পরাণ পীর
বর্ণবাদবিরোধী সিলেটের বংশোদ্ভূত
আরেক বিপ্লবী পুরুষ শ্রীচৈতন্য
একদা ঢিলেছিল কলস কলস অমৃতসুধা
সরমা, কুশিয়ারা, কালনীর জলে
সে সুধা করে পান
লাখো লাখো আদম সন্তান
নিল দীক্ষা সাম্যমন্ত্রে
মানুষের নিল টেনে মানুষের কোলে।
কালনীতীরের বাঘা সন্তান সুরঞ্জিত
মানুষের কথা বলে সাম্যের কথা বলে।
মানবতার অভেদমন্ত্রের স্তাবক যে ঋষি
আমরা ক’জন তার সাথি হয়ে
ঘুরছি বাল্টিক সাগর তীরে অনিন্দ্য সুন্দরী স্টকহোম থেকে
স্বপ্ননগরী লন্ডনের হিরন্ময় বেলফাস্টে, আইরিশ সাগরের বেলাভূমে
এখানে প্রবাসে আমার উন্নত শির
বারবার নত হয়
প্রবাসী বাঙালি কিংবা প্রবাসী সিলেটির
ব্যাকুল মমতায়।