সাইবার অপরাধ রোধে পুলিশের ইউনিট করা হয়েছে : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাইবার অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনের জন্য পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা ও ল্যাবরেটরী করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবসময়ই জঙ্গিগোষ্ঠিদের প্রচেষ্টা আমরা দেখি। তবে বাংলাদেশে এখন এ ধরণের কোনো পরিস্থিতি নেই। আমাদের আাইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং তারা দক্ষতার সাথে কাজ করছে। আগামী নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। অস্ত্রবাজ-সন্ত্রাসীদের ধরতে আমাদের আইন-শঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এসময় মন্ত্রীর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এভভোকেট ফজিলাতুন-নেছা বাপ্পি, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস.এম মনির-উজ জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিাজনুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক-১ উম্মে নাজমা শিউলী আজাদ , প্রমুখ।