সরাইলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আলোচনা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৫০ শয্য বিশিষ্ট স্বাস্ব্য কমপ্লেক্সে হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইন চলাকালে ৯ মাস থেকে ৫ বছরের কম শিশুর লক্ষমাত্রা ৪২ হাজার ১শত ৯৫জন শিশু। অর্জন ৩৪ হাজার ৪৭ জন। ৫ মাস থেকে ১০ বছরের নিচের লক্ষ্যমাত্রা ৪৮হাজার ৭ শত ২৬জন শিশু। অর্জন ৪৮ হাজার ৯শত ২৬ জন।
এ বিষয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি ) দুপুরে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিল্কপনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শহিদ খালেদ জামিন, উপজেলা উপ-সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আয়ুব খান, আবাসিক চিকিৎসক ডা. শুভ দেবনাথ, বিজয় টিভি সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন ডা. আনাস ইবনে মালেক ।
বক্তারা বলেন,শিশুরা আমাদের প্রিয়জন, তাদের টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের। আমরা টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারি।