Main Menu

সরাইলে মেঘনায় নৌ-ডাকাতের হামলায় যুবক খুন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরিফ।।

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীতে নৌ-ডাকাতের হামলায় ছারু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। ছারু পাকশিমুল ইউনিয়নের বড়–ইছাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। আরিফ (১৮) আরেক কিশোরের অবস্থা সঙ্কটাপন্ন।

গত শনিবার বাদ মাগরিব অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সুনামগঞ্জের ছাতক থেকে নদী পথে বালু আনতে একটি পণ্যবাহী ষ্টীলের নৌকা ভাড়া নেন ছারু ও তার কয়েকজন স্বজন। গত শনিবার বালু নিয়ে আসার পথে বাদ মাগরিব রাজাপুর এলাকায় নদীতে ৮-১০ জনের সংঘবদ্ধ একদল নৌ-ডাকাত তাদের নৌকাটিতে লাফিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। একটু দস্তাদস্তি করায় ডাকাতরা নৌকার লোকজনকে এলোপাতাড়ি কূপাতে থাকে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয় ছারু মিয়া (২৫) ও তার আপন চাচাত ভাই মুসা মিয়ার ছেলে আরিফ (১৮)। গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার দ্রুত অবনতি দেখে চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার করেন। রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক ছারু মারা যায়। আর সঙ্কটাপন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরিফ। অরুয়াইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) গোলাম মোস্তফা বলেন, আমি জরুরী কাজে সন্ধ্যায় স্যারের কাছে ছিলাম। এসে শুনেছি আজবপুর এলাকায় একটি ঘটনা ঘটেছে। আহত যুবকটি হাসপাতালে মারা গেছে। আবার শুনতেছি একটি নৌকা একসিডেন্ট করেছে। ঘটনাস্থলে যাচ্ছি। দেখি মূল বিষয়টা কি?



(পরের সংবাদ) »



Shares