Main Menu

সরাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেন বাবা

+100%-

addicted

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় এক পিতা ফরহাদ মিয়া (২২) নামের তাঁর বখাটে ছেলেকে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত ফরহাদকে ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।
পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, সরাইল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা গোলাপ মিয়ার (৫০) ছেলে ফরহাদ মিয়া কয়েক বছর ধরে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল জীবন-যাপন ও করে আসছে। নেশার টাকার জন্য ফরহাদ তিলে তিলে পরিবারটিকে শেষ করে দিচ্ছিল। গোলাপ মিয়া ফরহাদকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করিয়েছেন। সম্প্রতি নেশার টাকার জন্য ফরহাদ অধিক মাত্রায় বেপরোয়া হয়ে ওঠে। ঘরের আসবাবাপত্র ভাংচুর করতে থাকে। ছেলের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে গত বুধবার রাতে ফরহাদকে গোলপ মিয়া পুলিশে সোপর্দ করেন।
গোলপ মিয়া বলেন, রাতের আঁধারে সে আমাকে খুন করতে তেড়ে আসে। তার হাত থেকে বাঁচার জন্য আমি তাকে পুলিশে দিয়েছি।,
বৃহস্পতিবার বিকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফরহাদ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।






Shares