সরাইলে বোরকা পড়ে নারী সেজে মাদক পাচারের সময় ফেন্সীডিলসহ দুই যুবক আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে বাস কাউন্টারে সামনে ব্যাগ নিয়ে বাসে উঠার অপেক্ষা করছিল এক বোরকা পরিহিত নারী ও এক যুবক। হাইওয়ে পুলিশের কাছে তথ্য ছিল এই নারী ও যুবকের কাছে মাদক রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার সদস্যরা বোরকা পরিহিত নারী ও যুবককে তল্লাশী শুরু করেন। এক পর্যায়ে বোরকার মুখের অংশ খুলতেই দেখা গেল মুখে দাড়িওয়ালা যুবক। এসময় তাদের তল্লাশি করে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে।
বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে ইমরান (২৫) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে মো. সবুজ (২০)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদক গুলো সহ আটক করা হয়। বোরকা পরিহিত ইমরানের কাছে শরীরের ফিটিং করা ৪৩ বোতল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা জানায়, মাদক গুলো নারায়ণগঞ্জে গাওছিয়া নিয়ে গিয়ে বিক্রয় করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।