সরাইলে প্রবাসী স্বামীর জমানোর টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার- সংবাদ সম্মেলন
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক কুয়েত প্রবাসীর সারাজীবনের জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে অন্যত্র সংসার করছেন তার স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা (জাগুর পাড়া বন্দেরহাটি) এলাকায়।
রোববার (২৩ জুন) সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাহান উদ্দিন। এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পড়ে শুনান শাহান উদ্দিন।সংবাদ সম্মেলনে মো.শাহান লিখিত বক্তব্যে বলেন, জীবিকার তাগিদে কুয়েতে ছিলাম দীর্ঘদিন। ২০০৯ সালের ১৩ অক্টোবর পাশের উপজেলা আশুগঞ্জ এর সোহাগপুর এলাকার গোলাপ মিয়ার মেয়ে লিপি আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরে সাদ (৯) সাজিম (৬) নামে দুই ছেলে সন্তান রয়েছে। তার প্রবাস জীবনের সকল উপার্জিত অর্থ তার স্ত্রীর নামে পাঠায়। গত চার বছর যাবৎ তার স্ত্রী একাউন্টে বিভিন্ন সময়ে শাহান উদ্দিন পাঠান ৭২ লক্ষ ৮৭ হাজার টাকার উপরে ।গত ১৭ বছর যাবৎ প্রায় এক কোটি টাকার উপরে পাঠান স্ত্রীর নামে। এছাড়াও ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার নিয়ে বর্তমানে তার স্ত্রী লিপি আক্তার প্রেমিক মাহবুবুর রহমান এর সাথে সংসার করছে।
তার অবর্তমানে লিপি আক্তার তার প্রেমিকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়। এই বিষয়ে শাহান উদ্দিন এর পরিবারের লোকজন তাকে জানালেও সে বিশ্বাস করে নি।
শাহান উদ্দিন আরও বলেন, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রবাস থেকে দেশে আসেন। তিনি দেশে আসার পরে গতবছর ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর লিপি আক্তার তার বাড়ি থেকে চলে যায়। শাহান উদ্দিন ২৪ বছর যাবৎ কুয়েত ছিলেন, তাদের বিয়ে হয় ১৭ বছর।
গত ৭ জুন আমার স্ত্রীর লিপি আক্তার ও তার প্রেমিক মাহবুবুর রহমান সংগে ৮- ৯ জন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমাকে এবং আমার বোনকে মেরে গুরুতর আহত করে। আমার বোন খালেদা কে মারাত্মক ভাবে আহত করে। সাংবাদিকদের সামনে ভুক্তভোগী মো,শাহান উদ্দিন আরও বলেন, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এই বিষয়ে লিপির আক্তারের কাছে জানতে চাইলে, তিনি বলেন টাকা পয়সার বিষয় সত্য না । আমার বাবার বাড়ির টাকায় কিছু জমি কিনেছি এইগুলো তার নামে লিখে দিতে আমাকে চাপ দিতেছে। আমি তাকে তালাক দিয়ে মাহবুবুর কে বিয়ে করেছি কোর্টের মাধ্যমে।
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমরানুল ইসলাম বলেন, মো, শাহান উদ্দিনের অভিযোগ পেয়েছি।অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।