সরাইলে প্রতিপক্ষের ঘরে আগুন লাগানোর অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শামছু মিয়া নামের এক ব্যক্তির ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন দেওয়া ঘরের অর্ধেকটি রান্নার ঘর ও বাকী অর্ধেকটিতে গরু বাছুর রাখার ঘর হিসেবে ব্যবহার করতো।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী শামছু মিয়া বলেন,আমার প্রতিবেশী আসাদ মিয়া ও আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরেই আমার বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পনাভাবে আমার ঘরে আগুন দিয়েছে। আমার গরু ফার্ম আছে। চারটি বাছুর ওই ঘরে ছিল।তাদের উদ্দেশ্য ছিল ওই ৪টি বাছুর আগুন দিয়ে পুড়ে মেরে ফেলা। কারণ ওই বাছুরগুলো মারতে পারলে আমি গাভীর দুধ বিক্রি করতে পারবো না। আল্লাহর রহমতে বাছুরগুলো বেঁচে গেছে।
ওই গ্রামের ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন, শামছু মিয়া তার রান্না ঘরে আগুন লাগার বিষয়ে আমাকে জানিয়েছে। আমি সকালে গিয়ে দেখে আসছি। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে।
অভিযুক্ত আসাদ মিয়া বলেন, তাদের সাথে আমাদের মামলা চলছে। তারা আমাদেরকে ঝামেলায় ফালাতে আগুনের ঘটনা ঘটাইছে।
অরুয়াইল ইউনিয়ন বিটের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান বলেন,ঘটনাটি আপনার কাছ থেকে শুনলাম। কোন অভিযোগ এখনও পাইনি।