সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
মোহাম্মদ মাসুদ:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই গোষ্ঠীর দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত সোমবার বিকেলে ও গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাজিউড়া এলাকার জারুল্লা গোষ্ঠী দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা ও নোয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুছা উসমানী মাছুদ সংঘর্ষ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দু’দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ফায়েজ মিয়ার ছেলে পিয়াস ও নাসির মেম্বারের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে বকুল মিয়াকে রাস্তায় মারার চেষ্টা করে। বিষয়টি মীমাংসা করা হবে বলে রাতে আলোচনা হয়। কিন্তু মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা জেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। বিষয়টি স্থানীয়রা মিমাংসার জন্য চেষ্টা করছে।