Main Menu

সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ শুরু

+100%-

sarail (school) pic 04মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ গত বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অন্যতম প্রধান উদ্দেশ্যে।

অনুষ্টানের সরাইল উপজেলা পরিষদেন চেয়ারম্যন এড. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা । সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের ।অনুষ্টান পরিচালনা করেন উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের সরকার দেশের শিক্ষাখাত বিশেষ করে প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা হয়েছে।






Shares