সরাইলে কলেজ ছাত্রী উদ্ধারের দাবী এবং অপহরনকারী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কলেজ ছাত্রী উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গত কাল রবিবার দুপুরে ঘন্টা ব্যাপী সরাইল উপজেলা পরিষদ এলাকায় হাজারো স্থানীয় জড়ো হয়ে এ দাবী জানান । মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা কাছে স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী ,নারী নেত্রী নাজমা আক্তার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মৃধা, সরাইল কলেজের সাবেক অধ্যক্ষ বাইতুল হোসেন খন্দকার প্রমুখ। এ সময় বক্তরা গত ৬দিনেও কলেজ ছাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। এসময় আগামী ৭২ ঘন্টা ছাত্রীকে উদ্ধার ও অপহরন কারী সারোয়ারসহ সহযোগিদের এর দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নতুবা কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
প্রসঙ্গত: গত মঙ্গলবার কলেজ থেকে ক্লাশ শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে বাড়িতে ফিরছিল। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের কালিকচ্ছের কদমতলী যাওয়া মাত্র দ্রুত গতিতে পেছন দিক থেকে একটি সাদা মাইক্রোবাস এসে তাদের সামনে দাঁড়ায়। মাইক্রোবাসের গ্লাস টেনে সারোয়ারের নেতৃত্বে ৬-৭ জন যুবক নেমে ওই ছাত্রীর হাতে ধরে টানাহিঁচড়া করতে থাকে। পরে তারা মেয়েকে জোরপূর্বক অপহরণের পর মাইক্রোতে উঠিয়ে দ্রুত নাসিরনগরের দিকে চলে যায়।
সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা জানান ওই অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।