Main Menu

সরাইলে উচ্ছেদ অভিযান

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে অনেকেই সরকারি খাল দখল করে ভরাট করে ফেলেছেন। অনেকে দোকানপাট ও বাড়িঘর করে বসে আছেন। ফলে দিনদিন পানি নিস্কাশনের সমস্যা প্রকট হচ্ছে। সরাইলের কুট্রাপাড়া মোড় থেকে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকা পর্যন্ত সড়কের দুপাশে সরকারি খাল ও সওজের জায়গার দখল করে আছেন অনেকেই।

আজ বুধবার দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডা পাড়া এলাকার এ অভিযান চলে।

উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়কের সীমানা নির্ধারণ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সরাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকাসরাইল থানা এস,আই জাকির হোসেনসহ ১০জন সঙ্গীয় ফিাস উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন. খালের উপর খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। সংযোগ সড়কের অনুমতি নিয়ে বাড়ির সামনের সরকারি খালটির নীচ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে মাটি ফেলে সমান করেছেন দখলবাজরা। বর্তমানে এ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানে প্রশাসনের লোকজন কাজ করছে।






Shares