Main Menu

‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজ’

সরাইলে অভিভাবক সমাবেশ

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল : স্থানীয় ‘সুহৃদ’ নামক সংগঠনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত সরাইলের ‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজ’-এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যকে দেয়া হয়েছে সংবর্ধনা।
আজ শনিবার সকালে শিক্ষক ফারজানা আক্তার ও কামরূল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন। বক্তব্য রাখেন- কৃষি ব্যাংক মৌলভী বাজার শাখার ডিজিএম আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাত খাঁ, রেকটর ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, মহিলা ইউপি সদস্য জায়েদা বেগম, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন শিশু, সুহৃদ-এর সম্পাদক মো. জাকির হোসেন, সহসভাপতি মো. বাবুল খান তাপস, সদস্য জাহাঙ্গীর খান পলাশ, আবুল কাশেম, সাইদুর রহমান, আব্দুল মোতালিব, আলমগীর হোসেন, রেজিয়া খাতুন, শিক্ষক জামাল মিয়া ও নাছরিন আক্তার।
বক্তারা প্রতিষ্ঠাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির কাজে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের কাছে। এলাকার প্রত্যেকটি শিশুকে মানুষ গড়ার এই কারখানায় দিলে এরা ধন সম্পদে পরিণত হবে। এরাই হবে আপনার ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। এটিকে রাজনীতিমুক্ত রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলেই। চেয়ারম্যান ছায়েদ হোসেন স্কুলটিকে শতভাগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবশেষে বিদ্যালয়ের ৯টি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ২৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সর্বোচ্চ উপস্থিতির জন্য ৯ জন শিক্ষার্থী ও ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পায় নাসিরূল্লাহ। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. কামরূল হাসান।






Shares