সরাইলে অবৈধ গ্যাস সংযোগ পুলিশের ধাওয়া, পালিয়েছে ঠিকাদার, আটক-১
সরাইল প্রতিনিধি : সরাইলে অবৈধ ভাবে বাখরাবাদের গ্যাস সংযোগ দেওয়ার সময় ধাওয়া করে পুলিশ। এ সময় গাড়ি ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদার ও শ্রমিকরা। এক শ্রমিককে আটক করে পুলিশ। কর্তৃপক্ষ বলছে বর্তমানে আবাসিক লাইনে ১ ইঞ্চি পাইপের কাজ করার কোন বিধান নেই।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন পূর্বে সরকার আইন করে বাখরাবাদ গ্যাসের আবাসিক সংযোগ দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাইলে কতিপয় ঠিকাদার কোন অনুমোদন ছাড়াই সংযোগ দেওয়ার কাজ করছেন। গ্রাহকদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা আদায় করছেন ঠিকাদাররা। অবৈধ এ কাজে অফিসের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশের অভিযোগ রয়েছে। সেই সাথে জেলার কিছু প্রভাবশালী ঠিকাদার নেতার সংশ্লিষ্টতার বিষয়টিও সবারই জানা।
গতকাল বিকালে ঝুমুর এন্টার প্রাইজ নামের একটি ফার্মের মালিক মোজাহিদুল ইসলাম সেলিম সরাইল- নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় বাখরাবাদ গ্যাস লাইন থেকে ১ হাজার ফুট দূরত্বের আবাসিক সংযোগের কাজ শুরু করেন। সরাইল থানার এস আই আবদুল আলীম ঘটনাস্থলে পৌঁছে অনুমোদনের কাগজপত্র চান। কিছুই দেখাতে পারেনি ঠিকাদারের লোকজন। পুলিশ তাদেরকে ধাওয়া করলে অধিকাংশ শ্রমিক পালিয়ে যায়। দ্রুত সটকে পড়েন ঠিকাদারও। পুলিশ গাড়ি, সংযোগের কাজের সকল সরঞ্জাম সহ ছানা মিয়া (৪৫) নামেন এক শ্রমিককে আটক করে থানায় নিয়ে যান।
গতকাল সন্ধ্যা পর্যন্ত আটক শ্রমিক, গাড়ি ও সরঞ্জামাদি ছাড়িয়ে নিতে কেউ থানায় আসেনি। একই কাজ গত শুক্রবারেও করার চেষ্টা করেছিল ঠিকাদার। কাজ বন্ধ করে দিয়েছিলেন জেলার একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কাগজপত্র না পেয়েও পরে তিনি চলে যান। ফের ওই কাজ শুরু করলে পুলিশ এসে বাঁধা দেয়। ঠিকাদার সেলিমের মুঠোফোনে (০১৭২১-২৭৪৯৩৫) একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান বলেন, আবাসিক সংযোগের ১ ইঞ্চি পাইপেরও কাজ করার কোন আইন নেই। খোজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গতঃ সরাইল সদরের গড়ের পাড় ও আরিফাইল এলাকায় ও দুইজন ঠিকাদার অবৈধভাবে ২ সহস্রাধিক ফুটের গ্যাস লাইন বসিয়েছে। আর এখন গ্রাহকদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে সংযোগ দিয়ে যাচ্ছেন স্থানীয় ২/১ জন ঠিকাদার।