সরাইল সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্দন
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ধর্ষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্য, মানববন্দন ও বিক্ষোভ করছে কতিপয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা ।
এর প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক মানববন্দন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামান মাষ্টারের সভাপতিত্বে মনববন্দনে বক্তব্য রাখেন, যুবলীগনেতা মো. সানুয়ার চৌধুরী, শাহজাদাপুর ইউনিয়নের সেচ্চাসেবকলীগের আহবায়ক মো. সারুয়ার চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ বরকত উল্লাহ স্বাধীন, জেলা ছাত্রলীগ নেতা মো. রুবেল সিকদার, শাহজাদাপুর ইউনিয়নের সাবেক যুগ্নআহবায়ক মো. বিল্লাল মিয়া । অনুষ্টান পরিচালনায় করেন শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. আরাফাত ঠাকুর ।
« নবীনগরে ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব্ বন্ধন অনুষ্ঠিত। (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভাষা সংগ্রামী ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই »