সরাইল আইন-শৃঙ্খলা, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী বাল্যবিবাহ বন্ধ করণ বিষয়ে মত বিনিময় সভা
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা’য় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা, বাল্যবিবাহ বন্ধ করুন বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও ব্যক্তিগনের সাথে সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
আজ বুধবার সকাল ১০ টায় সরাইল উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, প্রধান অথিতি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, স্বগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন,
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, শিক্ষক প্রতিনিধি, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (মাষ্টার), উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো, বদব উদ্দিন বদু, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, মুক্তিযুদ্ধা মো. আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি মো, ইফরান, সরাইল সদর চেয়ারম্যান ম, আদুল জব্বার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনচুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন প্রমূখ্য।