Main Menu

তনু হত্যাকান্ড:: বিচারের দাবীতে সরাইলে শিক্ষার্থীদের মানব বন্ধন

+100%-

tanuমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ কুমিল্লার শিক্ষার্থী সোহাগী জাহান তুনর হত্যার বিচারের দাবীতে শ্রেণীকক্ষ ছেড়ে বিভিন্ন স্লোগানের ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে থেমেছে সাভার সরাইল কলেজের  শিক্ষার্থীরা।
ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে গত সোমবার সকালে সরাইল-নাসিরনগন লাখাই সড়কে সরাইল কলেজের শিক্ষার্থীদের  প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এই মানব বন্ধন  পালন করে।
এসময় শিক্ষার্থীরা প্রতিবাদি কন্ঠে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। তনুর জন্য শুধু সহানুভুতি নয়, বিচারের দাবী নিয়ে দাঁড়াতে হবে।অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী সংকেত দেন।
এছাড়া বিচারে দাবীতে দেশের সকল জনগনকে সোচ্ছারের হওয়ার আহবান জানানো হয়।






Shares