সরাইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ মেধাবী শিক্ষার্থীকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানের সঞ্চালনায় দশম শ্রেণির ছাত্রী শেখ নাছরিন সুলতানার কোরআন তেলাওয়াত ও সপ্তম শ্রেণির ছাত্রী অনন্যা দত্তের গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ, সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অভিভাবক প্রতিনিধি মোঃ সুমন পারভেজ, মোঃ শফিকুর রহমান, দাতা সদস্য মোঃ ইসমাইল মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন ও দশম শ্রেণির ছাত্রী জারিন ঝার্ণা। প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, কক্ষের জন্য জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব ও স্কুলটিকে জাতীকরনে সর্বাত্বক চেষ্টার আশ্বাস দিয়ে বলেন, নারী নেতৃত্বেই এগিয়ে চলছে দেশ। তাই উপজেলার একমাত্র বিদ্যালয়ের সুখে দুঃখে আমি পাশে থাকব। সবশেষে প্রধান অতিথি ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ১৫ জন ও ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৭ জন শিক্ষার্থীর হাতে মেডেল সহ স্বীকৃতির পুরস্কার তুলে দেন।
-সঞ্জয়