শাহবাজপুর সেতুর ভাঙ্গা অংশে বেইলি সেতু স্থাপন, ২৮ আগষ্ট ঢাকা-সিলেট সহাসড়কে যান চলাচল বন্ধ
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের সরাইলের শাহবাজপুর এলাকায় তিতাস নদীর উপরের সেতুতে ফাটল দেখা দেয়ায় সেখানে বেইলি ব্রিজ স্থাপন করবে সড়ক বিভাগ। এ জন্য আগামী ২৮ আগষ্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে সকল ধরনের যান চলাচল রাখার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। আজ শনিবার সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য সাক্ষরিত পত্রে এ বিষয়টি জানাননো হয়। এ সময় জনগণের সাময়িক অসুবিধার জন্য সওজের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
« নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে. পৌর মেয়র (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ২৮ আগষ্ট ঢাকা-সিলেট সহাসড়কে যান চলাচল বন্ধ »