সরাইলে আবদুস্ সাত্তার ডিগ্রি কলেজে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালিত
গত ১৫ আগস্ট শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সরাইল উপজেলার অরুয়াইলে আবদুস সাত্তার ডিগ্রি কলেজে জাতির পিতার স্মৃতিচারণমূলক আলোচনা, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বের এই অনুষ্ঠান প্রথম পর্ব সকাল ৯টায় শিক্ষকগণ, ছাত্র ছাত্রীরা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সমন্বয়ে বঙ্গবন্ধুর স্মরণেক কলেজ ক্যাম্পাস ও স্থানীয় বাজারে এক শোকর্যালী অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সদস্য কুতুব উদ্দিন ভূইয়া, দাতা সদস্য আবু তালেব, অধ্যাপক আব্দুল বারেক মিয়া, প্রভাষক এলাই মিয়া, প্রভাষক কাওছার আলম, মু. শাহ আলমস, উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধাসহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন সন্তোষ চন্দ্র দাস। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে প্রয়াত সকলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন কর্ম, রাজনীতি, রাষ্ট্রনায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে শেখ মুজিবুর রহমান শীর্ষক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।প্রেস রিলিজ