সরাইলে নারীর ক্ষমতায়ন ও করণীয় বিষয়ক কর্মশালা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে স্থানীয় সরকারে ‘নারীর ক্ষমতায়ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্টের সহায়তায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্য, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, ডাক্তার, এনজিও প্রতিনিধি সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিডিএলজি মোঃ আজাদ ছাল্লাল। এ ছাড়া প্রজেক্টের জেলা প্রশিক্ষক শংকর দেব নাথ, চেয়ারম্যান আবু মুসা উসমানী মাসুদ, সাংবাদিক মোহাম্মদ মাহবুব খান বাবুল, মহিলা ইউপি সদস্য জায়েদা বেগম, সুকের পরিচালক মমিন হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় অংশগ্রহনকারীদের নারী বান্ধব ইউনিয়ন পরিষদ পরিকল্পনা ও বাজেট প্রণয়নের লক্ষ্য উদ্যেশ্য কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।