ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা শেখ আবু হামেদ আর নেই::জানাযায় মানুষের ঢল
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যক্ষ শেখ আবু হামেদ (৮৮) আর নেই। গতকাল বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে কালিকচ্ছ নন্দিপাড়া উনার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, তিন কন্যা সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে গোটা সরাইল। সরাইল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ ভাষা সৈনিকের জানাযায় মানুষের ঢল নামে। গতকাল বাদ যোহর কালিকচ্ছ ঈদগাহ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর তিন সহস্রাধিক লোকের অংশ গ্রহনে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার জানাযায় অংশ গ্রহন করে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা রফিক উদ্দিন ঠাকুর, মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা আবদুল হালিম, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন ও সাংবাদিকবৃন্দ। এ ছাড়া সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কার্যকরী পরিষদ, প্রভাষক বৃন্দ, সকল শিক্ষার্থী ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় , শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছে। কৃর্তিমান এ পুরুষটির জন্ম ১৯২৮ খ্রিষ্টাব্দে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে। তিনি এতদ অঞ্চলের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির জন্য ছিলেন কিংবদন্তী। সরাইলের ইতিহাসকে পুনরুজ্জীবিত করার লক্ষে তিনি জীবনের অত্যন্ত মূল্যবান সময়টুকু ব্যয় করেছিলেন। পিতা শেখ মাসিহুজ্জামান পিতামহ শেখ গোলাম মোহাম্মদের ধার্মিকতা ও স্বাধীন চেতনা ছোট বেলা থেকেই উদ্ভুদ্ধ করেছিল তাকে। সত্য প্রতিষ্ঠায় সংগ্রামী আবু হামেদ ভাষা আন্দোলনে অংশ গ্রহন করেছিলেন। শহীদ বরকতের রক্তে হাত রাঙ্গিয়ে বাঙ্গালি জাতীয়তাবাদী আদর্শে দীক্ষা নিয়েছিলেন তিনি। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিতাস পাড়ের সরাইল, দেওড়া, শাহবাজপুর, নোয়াগাঁও ও আঁখিতারা গ্রামে। নিজ গ্রাম আগিতারা নামটিকে তিনি আঁখিতারা নামকরণ করেছিলেন। আবু হামেদ ১৯৫১ খিষ্টাব্দে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তান শিক্ষা বোর্ডে ১৭তম স্থান অধিকার করে মেট্রিক, ১৯৫৩ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট ও ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে সম্মানসহ এম এ ডিগ্রী লাভ করেন। মেট্রিক পরীক্ষায় আরবী বিষয়ে ৯৭ নম্বর পেয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছিলেন। তিনি নিজ এলাকা ও বাহিরে অসংখ্য সংগঠন প্রতিষ্ঠা এবং কার্যক্রম বাস্তবায়নে কাজ করে গেছেন। শেখ আবু হামেদ ছিলেন সরাইল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। দীর্ঘদিন তিনি শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তার লেখা প্রকাশিত গ্রন্থ গুলো হচ্ছে- ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, তিতাস পাড়ের স্মৃতি ও অঙ্গে আমার বঙ্গ রক্ত বহে। অপ্রকাশিত উপন্যাসের নাস তিতাস পাড়ের স্বপ্ন।