Main Menu

ক্লাস বন্ধ করে সরাইল কলেজে প্রথমবারের মত ছাত্র শিবিরের নবীন বরন

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রী মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম পাঠদান বন্ধ করে ছাত্র শিবির নবীন বরন অনুষ্ঠান করেছে। গতকাল সোমবার সকালে ক্যাম্পাসে সরাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা শিবির নেতা সোহরাবুর রহমান নিপু, উপজেলা শিবির নেতা মোঃ রোকন উদ্দিন, কলেজ শাখার সভাপতি মোঃ ইশা খান। এ ছাড়া আটটি ইউনিয়নের শিবিরের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। তারা ২০১৪ সালে ভর্তিকৃত কলেজের নতুন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের ষ্টিক দিয়ে বরন করে নেন। ভবিষ্যত শিক্ষা জীবনে তাদের সাফল্য কামনা করেন বক্তারা। অনুষ্ঠানের কারনে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এ সময় কলেজের সকল শ্রেণীর পাঠদান ছিল বন্ধ।  প্রসঙ্গতঃ ১৯৭০ সালে প্রথম প্রতিষ্ঠিত হয় সরাইল ডিগ্রী কলেজ। মাঝে কিছু সময় বন্ধ থাকার পর ১৯৮৪ সাল থেকে আবার পুরোদমে চালু হয় কলেজটি। শুরু থেকে কলেজে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রদলের কমিটি ও কার্যক্রম থাকলেও ছাত্র শিবিরের কোন অস্তিত্ব ছিল না। একাধিক শিক্ষার্থী ও প্রভাষক বলেন, কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরন অনুষ্ঠান দেখলাম। তাও আবার পাঠদান বন্ধ করে। কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, অনুষ্ঠানের জন্য শিবিরের নেতারা মৌখিক ভাবে বলে অনুমতি নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিল দেড় শতাধিক শিক্ষার্থী ক্লাশ করেনি। বাকিরা করেছে।






Shares