Main Menu

সরাইলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল / ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মধ্যপ্রাচ্য প্রবাসী মোহিনুর রহমানের(৪০) বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। এক শিশু সহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়েছে চার লক্ষাধিক টাকার মালামাল। গত রোববার গভীর রাতে থানা থেকে আধা কিলোমিটার দূরে উপজেলা সদরের বড্ডা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানায়, সরাইল-নাসিরনগর সড়কের বড্ডা পাড়া ব্রীজের পশ্চিম পাশে মোহিনদের বাড়ি। মোহিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে কাজ করছেন। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে ক্লাকসিবল গেইটের এবং পরবর্তীতে দরজার তালা ভেঙ্গে ফেলে। ৭/৮ জন মুখোশ পড়া ডাকাত ঘরে প্রবেশ করে। বাহিরে সসস্ত্র অবস্থায় ছিল আরো ৪/৫ জন। বাড়ির পাশে দাড়ানো ছিল একটি পিক-আপ ভ্যান। তারা প্রথমে মোহিনের শিশু কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী লাভনিকে (১০) তাদের কব্জায় নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে মোহিনের স্ত্রী স্থানীয় সংসদ সদস্যের ভাগিনী সুমনা বেগম সহ পরিবারের সকলকে জিম্মি করে ফেলে ডাকাতরা। ডাকাতরা ঘরের সকল আলমিরা, কেবিনেট, সুকেচ ও অন্যান্য সামগ্রির তালা ভেঙ্গে ফেলে মূহুর্তের মধ্যে। নগদ ১৩ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি রঙ্গিন এল ই ডি টিভি, ১২টি কম্বল, সিরামিক ও কাঁচের সকল সামগ্রী সহ পুরো ঘরের মালামাল লুট করে পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। সংঘবদ্ধ ডাকাত দলের আধা ঘন্টার তান্ডবের কাছে ভীত সন্ত্রস্থ ছিল পরিবারের সকলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বিষয়টি জেনেছি। কেউ এখনো অভিযোগ করেনি। সরজমিনে পরিদর্শনে যাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করব।






Shares