সরাইলে বিজিবির বৃক্ষরোপন ও মৎস্যপোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন
বর্ডার গার্ড বাংলাদেশের সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও মৎস্যপোনা অবমুক্ত কর্মসূচী উপলক্ষে সোমবার বর্ডার গার্ড ১২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর পূর্ব রিজিয়নের সদর দপ্তর সরাইলে বৃক্ষরোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি।
অনুষ্ঠানে বর্ডার গার্ড ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সালাহউদ্দিন খালেদ, মেজর তছলিম উদ্দিন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মশীহুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ূন কবীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া ও সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।
বিজিবি’র আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিভিন্ন জাতের দুই শতাধিক গাছের চারা রোপন ও চার কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা অবমুক্ত করা হয়।