সরাইলে হাতকড়াসহ ডাকাত ছিনতাই
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাত শানুকে(৩২) ছিনিয়ে নিয়েছে তার সহযোগী ও স্বজনরা। সোমবার সকাল ৭টায় উপজেলার অরুয়াইলে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, মেঘনা নদীর তীরবর্তী দুবাজাইল গ্রামে একদল ডাকাত ডাকাতি করতে যায়। জনতা ধাওয়া করে শানু নামের এক ডাকাতকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে গিয়ে ডাকাত শানুকে গ্রেপ্তার করেন। তারা হাতকড়া পড়িয়ে শানুকে নিয়ে দুবাজাইল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। অরুয়াইলে শানুর নিজের বাড়ির কাছে আসামাত্র তার সহযোগী ডাকাত ও স্বজনরা জোর পূর্বক দস্তাদস্তি করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি অরুয়াইলের সকল শ্রেণী পেশার লোকজনের মুখে মুখে আলোচনার ঝড় তুলছে। অরুয়াইল বাজার কমিটির সম্পাদক ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হাজী আবু তালেব বলেন, পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাত ছিনিয়ে নেওয়ার ঘটনা অরুয়াইলে আমার জীবনে প্রথম দেখলাম। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।