Main Menu

সরাইলে দিনে দুপুরে দুই লাখ টাকা ছিনতাই

+100%-

মোহাম্মদ মাসুদ : সরাইলে দিনে দুপুরে দারু মিয়া (৫৫) নামের একব্যক্তির দুই লাখ টাকা ছিনতাই হয়েছে।  রোববার দুপুরে সরাইল সদরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের কবলে পড়া বৃদ্ধা জানায়, নগদ দুই লাখ টাকা নিয়ে সে নিজের গ্রাম কুট্রাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অন্নদা স্কুলের মোড়ে গিয়ে সিএনজির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় হঠাৎ একটি সিএনজি এসে তার সামনে দাঁড়ায়। সিএনজিটির পেছনের সিটে একজন ও চালকের সাথে একজন যাত্রী বসে আছে। দারু মিয়া ওই সিএনজিতে ওঠে বসেন। মুহুর্তের মধ্যে আরেকজন লোক এসে তার ডান পাশে বসে। হাসপাতাল মোড় থেকে ডানদিকে না গিয়ে সিএনজিটি দ্রুত বাম দিকে (কালিকচ্ছের) যেতে থাকে। দারু মিয়া তখন চিৎকার দেওয়ার চেষ্টা করেন। ছিনতাই কারীরা জোর করে তার মুখ চেপে ধরে। তার চোখে মুখে তারা মলম জাতীয় পদার্থ লাগিয়ে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সুযোগে তার পকেটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে দারু মিয়াকে সরাইল-নাসিরনগর সড়কের হেলিপেডের নিকটে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পথচারীরা দারু মিয়াকে উদ্ধার করে  অচেতন অবস্থায় সরাইল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এটা মলম পার্টির কাজ। বিষয়টি জানা মাত্র আমরা বিভিন্ন চেক পোষ্টে সন্ধান চালিয়েছি।






Shares