Main Menu

সরাইলে দুই গ্রামের সংঘর্ষে আহত-১৫

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও লোপাড়া গ্রামের বাসিন্ধাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার নরসিংহপুর গ্রামের মাঠে একটি টুর্নামেন্টে খেলতে যায় লোপাড়ার ছেলেরা। খেলা চলাকালীন সময়ে দুই গ্রামের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে লাঠিসোটা নিয়ে নরসিংহপুর কিছু লোক লোপাড়ার খেলোয়াড়দের মারধর করে।

এ ঘটনার জের ধরে গতকাল সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিপেটা ও পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এক ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।






Shares