সরাইলে ইভটিজিং এর দায়ে বখাটের ছয় মাসের জেল
মোহাম্মদ মাসুদ , সরাইল—
সরাইলে স্কুল ছাত্রীকে নিয়মিত ইভটিজিং করার দায়ে আশিকুর রহমান ওরফে সাগর (১৮) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল ৩টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ দেন।ওই বখাটেকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলহাজতে। ছাত্রীর পরিবার ও নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নিয়মিত উত্যক্ত করতো সাগর নামের ওই বখাটে। সে সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের আবু সুলতান মিয়ার ছেলে। গতকাল বিকেল ২টায় স্বল্প নোয়াগাঁও এলাকায় ওই ছাত্রীকে বখাটে সাগর যৌন হয়রানী করার সময় স্থানীয় লোকজন হাতে নাতে ধৃত করে পুলিশে সোপর্দ করে। পরে ওই বখাটেকে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৭(২) ধারা মোতাবেক দন্ডবিধি ৫০৯ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।