পাষন্ড পিতার কান্ড ! শিশুকে হত্যা
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রীজ এলাকায় একটি খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সূতিয়ারা গ্রামের নান্নু মিয়ার পুত্র আলমগীর হোসেনের তের মাস বয়সের কন্যা শিশু ফাহমিদা সুলতানা মীমের। পাষন্ড পিতা আলমগীর হোসেন তার ১৩ মাস বয়সের কন্যা শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে বলে দাবী করছে তার পরিবার। গত শনিবার দুপুর ২টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে পাষন্ড পিতা।এলাকাবাসী ও নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সূতিয়ারা গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা নান্নু মিয়ার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আলমগীর হোসেন সবার বড়। পরিবারের সম্মতিতে সাড়ে তিন বছর আগে আলমগীর বিয়ে করে তার খালাত বোন সালমা আক্তার (২৪)কে। সালমা একই উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের লিয়াকত আলীর কন্যা। আলমগীর তখন ছিল বেকার। এক সময় তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি কন্যা শিশু। তার নাম রাখেন ফাহমিদা সুলতানা মীম (১৩ মাস)। পরে আলমগীর হবিগঞ্জে একটি বেসরকারি চাকুরীতে যোগদান করেন। ভালই চলছিল তাদের দাম্পত্য জীবন। মাঝে স্ত্রী সালমা ও পরিবারের লোকজনের সাথে আলমগীরের যোগাযোগ ছিল না ৮/৯ মাস। শ্বশুড় বাড়িতে যাওয়া আসার সুবাদে আলমগীরের সাথে পরিচয় হয় মৈন্দ গ্রামের মনোয়ারার (২৬)সঙ্গে। এক সময় তাদের সম্পর্ক অনেক দূর গড়ায়। এক বছর আগে সবার অজান্তে আলমগীরের সাথে বিয়ে হয় মনোয়ারার। গত শুক্রবার হবিগঞ্জ থেকে বাড়িতে আসে আলমগীর। পারিবারিক কলহের জের ধরে গত শনিবার সকালে তার শিশু কন্যা মীমকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। ঐ দিন সকাল সাড়ে এগারটায় তার স্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় মীম নেই। তখন স্বজনরা আলমগীরসহ শিশু মীমের সন্ধানে বের হয়। দুপুর ২টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে তিতাস নদীর ব্রীজ সংলগ্ন একটি খাল থেকে মীমের লাশ উদ্ধার করা হয়। আলমগীরের পিতা মোঃ নান্নু মিয়া বলেন, এ ঘটনায় আমি ছেলের বিরুদ্ধে মামলা করব। নিহত শিশু মীমের পিতা আলমগীর হোসেন দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে বলেন, কিছু লোক ষড়যন্ত্র করে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ওই বিয়েটি করিয়েছে। আমি সেখানে তিন দিনও থাকিনি। তার পরিবার সম্পর্কে বলেন, সৎ মায়ের সংসারে আমি যন্ত্রনায় অতিষ্ঠ।