Main Menu

সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে ঃসরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৪৩ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে গত বুধবার সারা দেশের ন্যায় সকাল ১১টায় লাখো কন্ঠের সাথে তাল মিলিয়ে তারা গেয়েছে জাতীয় সঙ্গীত। দিন ব্যাপি চলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ২৭ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা। বাহারী রং ও ঢং-এ যেমন খুশি তেমন সাজে মাতিয়ে তুলেছিল বিদ্যালয়ের কঁচি শিক্ষার্থীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ক্রীড়া। বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শামীমুল হকের সভাপতিত্বে  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম খোকন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ শরীফ উদ্দিন ফানু, বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি আমীরজাদা চৌধূরী, সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: আনোয়ার হোসেন, শ্রী কৃত্তিবাস, মো: আবদুল কাদের চৌধূরী, মো: সাজু মিয়া, মোছাঃ জোস্না বেগম ও পিটিএ কমিটির সভাপতি মো: মজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের সাথে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়েছে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কার্যকরী পরিষদের সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা ও পিটিএ সদস্যদেরকে।






Shares