Main Menu

এস ডব্লিউ এফ কর্তৃক সরাইলে মেধাবী শিার্থীদের সনদ, ক্রেষ্ট ও বৃত্তি প্রদান

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :সরাইলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এস ডব্লিউ এফ) কর্তৃক আয়োজিত এক অনুষ্টানের মাধ্যমে উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন মেধাবী শিার্থীকে সনদ, সম্মমাননা ক্রেস্ট ও চেকের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা চুন্টায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শেখ মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। মোঃ আনোয়ার হোসেনের কোরআন তেলাওয়াত ও তৃষা দেবের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক শিক বিধান কুমার দেব। স্বাধীনতা যুদ্ধে চুন্টার ২২ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহে উৎসর্গ করেন অনুষ্ঠানটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্য হাফেজ মোঃ শফিকুর রহমান, ভারপ্রাপ্ত অধ্য আবু কাউছার, হবিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিা কর্মকর্তা মো: আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আরব আলী, সংগঠনের উপদেষ্টা শেখর কুমার দেব, এড. শরিফুল্লাহ, শিক মোঃ হাবিবুর রহমান, মোঃ ছানা উল্লাহ, মোঃ হারুনুর রশিদ ও শ্রীমন্ত চক্রবর্তী প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমাজের সকল সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হচ্ছে শিা। বৃত্তি প্রদানের মাধ্যমেই শিার্থীদের প্রতিযোগীতায় উৎসাহ প্রদান করা হয়। ফলে কোন প্রতিবন্ধকতাই শিা জীবনকে বাঁধা গ্রস্থ করতে পারে না। আজকের মেধাবীরাই আগামী দিন দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। তিনি সংগঠনটির অফিস কর্ েজন্য জায়গার ব্যবস্থা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে সাতজন দরিদ্র মেধাবী শিার্থীর প্রত্যেকের হাতে এক হাজার টাকার চেক তুলে দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ এখলাছুর রহমান।






Shares