সরাইলের ইসলামাবাদে ট্রাক অটোরিক্সার সংঘর্ষে নিহত ৫
মো. মাসুদ,প্রতিনিধি : বৃহষ্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫জন নিহত হয়েছে।
জানা যায়, বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ইসলামাবাদের গোগদ নামক স্থানে সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন মারা যায়। গুরুতর আহতদের মধ্যে একজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষনা করে।
নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পতৈউড়া গ্রামের শাহজাহান মিয়া (৪০), তার স্ত্রী রওশন আরা (৩৫), ছেলে আশরাফুল (০৮), মেয়ে রত্মা (০৬) এবং সিএনজি চালক দেওড়া গ্রামের হাসেম মিয়া (২০)। সড়ক দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুর জানান, মালবোঝাই ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে যায়।